মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে ৩ কেজি গান পাউডারসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার রাত ২টার দিকে উপজেলার বাগবাড়িটোলা গ্রামে অভিযান চালানো হয় বলে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান।
গ্রেপ্তার মো. ইসমাইল (২৫) ওই এলাকার বাসিন্দা।
কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ওই গ্রামের ইসমাইলের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার ঘরের খাটের নীচ থেকে একটি ব্যাগে থাকা ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার জব্দ এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।