চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিল-মোটরসাইকেলসহ দুরুল (৩৬) ও আল আমিন (২৫) নামে ২ জনকে আটক করেছে ডিবি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। আসামীরা হলেন, শিবগঞ্জ থানার নয়া লাভাঙ্গার নাইমুল ইসলামের ছেলে দুরুল ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চুনাখালির আঃ রহিমের ছেলে আল আমিন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০ টার সময় শিবগঞ্জ উপজেলার নয়া লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন সহ তাদের হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।