মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সাড়ে ১০ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন , জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন ,জেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোহা: আকরাম আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, সদর উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মোহা: সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো মিয়ামুল হক এবং নাচোল,গোমস্তাপুরসহ অন্যান্য উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।