মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১১৯তম

মোঃ জমশেদ আলী

নিউজ ডেক্স

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ইন্টারনেটের গতির এই ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিভিন্ন দেশে ইন্টারনেটের গতির তালিকা প্রকাশ করেছে। ১৭৬ দশমিক ১৮ এমবিপিএস গড় গতি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছে কাতার। বাংলাদেশের অবস্থান যথারীতি নিচের দিকে। ১৩ দশমিক ৯৫ এমবিপিএস গড় গতি পাচ্ছেন বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। বিশ্বতালিকায় বাংলাদেশের স্থান ১১৯তম। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ইন্টারনেটের গতির এই ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওকলা গ্লোবাল ইনডেক্সের তথ্য অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড আরব আমিরাত। দেশটিতে গড় মোবাইল ইন্টারনেটের গতি ১৩৯ দশমিক ৪১ এমবিপিএস। তৃতীয় অবস্থানে আছে নরওয়ে। তাদের ইন্টারনেটের গতি ১৩১ দশমিক ৫৪ এমবিপিএস। চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের গড় ইন্টারনেটের গতি ১১৮ দশমিক ৭৬ এমবিপিএস। ডেনমার্ক রয়েছে পঞ্চম স্থানে। তাদের মোবাইল ইন্টারনেটের গড় গতি ১১৩ দশমিক ৪৪ এমবিপিএস। চীন আছে নম্বর ছয়ে। তাদের গড় গতি ১০৯ দশমিক ৪০ এমবিপিএস। এ ছাড়া উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ১৮ দশমিক ২৬ গড় গতি নিয়ে ভারত ১০৫তম, ১৪ দশমিক ৯৩ গড় গতি নিয়ে পাকিস্তান ১১৪তম। সবচেয়ে কম গতির ইন্টারনেট পায় আফগানিস্তানের বাসিন্দারা। তাদের গড় গতি ৫ দশমিক ২৭ এমবিপিএস। এবার আসা যাক ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতির কথায়। এখানে আধিপত্য চিলির। তাদের গড় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ২১৬ দশমিক ৪৬ এমবিপিএস। দ্বিতীয় অবস্থানে আছে চীন। সেখানে ২১৪ দশমিক ৫৮ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করা যায়। সিঙ্গাপুর রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটির গড় ইন্টারনেটের গতি ২১৪ দশমিক ২৩ এমবিপিএস। ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১০২ নম্বর অবস্থানে। এখানে ইন্টারনেটের গতি মিলছে ৩৪ দশমিক ৮৫ এমবিপিএস, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়েছে

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।