তৃতীয়বার মানিকগঞ্জ-২ আসনে নৌকার টিকিট পেলেন মমতাজ

মোঃ জমশেদ আলী

বিনোদন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন। সেখানেই এ তথ্য জানানো হয়।   এর মাধ্যমে জাতীয় সংসদীয় আসন ১৬৯, মানিকগঞ্জ-২ থেকে টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে আবারও টিকিট পেলেন মমতাজ। এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।