মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি

মোঃ জমশেদ আলী

মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি

বিনোদন ডেক্স

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় নাম এসেছে বেশ কয়েকজন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বদের।   বরাবরের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন এবার অভিনেতা ফেরদৌস আহমেদ।   সেই তালিকায় স্থান পাননি শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। এই তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, গায়ক এস ডি রুবেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সিমলা, মাহিয়া মাহি ও অভিনেতা সিদ্দিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি। এই আসনে থেকে নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান।   অবশ্য মনোনয়ন না পেয়ে আশাহত হননি মাহিয়া মাহি। পরেরবার আবার মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন তিনি। অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার পরিবর্তে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর হয়েই আমি প্রচারণায় অংশ নেব। এবার হয়ত আমি নবীন বলে সুযোগ পাইনি। পরের বার নিশ্চয়ই আমাকে সুযোগ দেওয়া হবে। ’ এদিকে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন মনোনয়ন না পাওয়া সংগীতশিল্পী এস ডি রুবেল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।