মোঃ জমশেদ আলী
আন্তজার্তিক নিউজ ডেক্স
ঢাকায়-ফিরেছেন-পিটার-হাসপিটার ডি হাস। ফাইল ছবি তফসিল ঘোষণার আগে আগে নির্বাচন ঘিরে পিটার হাস সংলাপের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেতে থাকলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কাছেও যান তিনি। তবে দলটির পক্ষ থেকে পরে জানানো হয়, সংলাপের সময় শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কার কলম্বো সফর শেষে ফিরলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আসন্ন নির্বাচনের তফসিল ঘেষণার পর দিন গত ১৬ নভেম্বর ঢাকা ত্যাগ করা পিটার হাস সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-ইউএল-১৮৯) একটি বিমানে ঢাকায় ফিরেছেন। তবে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তফসিল ঘোষণার আগে আগে নির্বাচন ঘিরে পিটার হাস সংলাপের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেতে থাকলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কাছেও যান তিনি। তবে দলটির পক্ষ থেকে পরে জানানো হয়, সংলাপের সময় শেষ হয়ে গেছে। এরই মধ্যে তথ্য ছড়িয়ে পড়ে, পিটার হাস যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।