মোঃ জমশেদ আলী
নিউজ ডেক্স
রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা হয়। সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা । আজ সোমবার দুপুরে বগুড়া শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনেছবি: প্রথম আলো নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। কোনো দল অংশগ্রহণ না করলে আইনগতভাবে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। আজ সোমবার দুপুরে বগুড়ার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি রাশিদা সুলতানা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের ইচ্ছা না থাকলে তাঁদের আমরা কীভাবে নির্বাচনে আনব। কেউ যদি না আসে, সে জন্য নির্বাচন হবে না—এমন কিন্তু আইনত বাধা নেই।’ নির্বাচনে সাংবাদিকেরা কোনোভাবে হেনস্তার শিকার হলে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আছে। আর যদি প্রয়োজন হয়, সেনাবাহিনী মাঠে নামবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে উপস্থিত থাকবে। তাদের কোনো ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ থাকবে না। তবে ৪২ লাখ ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সক্ষমতা বর্তমানে নেই। এর আগে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা হয়। সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনসংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। সে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশিদা সুলতানা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর