News Desk
জয়পুরহাটে পিকআপভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় মমিন ওরফে মবিন (৩৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিন ওরফে মবিন জয়পুরহাট পৌরসভার পাচুরচক সোনারপাড়ার মৃত জালাল মণ্ডলের ছেলে। এর আগে, ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধারকী থেকে একটি খালি পিকআপ জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। পিকআপটি বিনশাড়া এলাকায় পৌঁছালে সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত মাসুদ রানা নামে একজনকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি মমিন ওরফে মবিনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে