চোলাইমদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

News Desk

পাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ অপারেশন দল ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ ১৪:৪০

ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাঙ্গাপাড়া চিকনা গ্রামস্থ এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১। মোঃ কবির হোসেন (৪৫), পিতা-মৃত আলতাফ হোসেন, মাতা-উলেফা বেগম, সাং-দরগা গুসিড়া পাড়া, ২। মোঃ হুমায়ুন কবির (৩৫), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-কাপাসিয়া পাড়া নলীগ্রাম, ৩। মোঃ বাদশা মিয়া (৩০), পিতা-মোঃ ওয়াজেদ আলী, মাতা-মোছাঃ কামরুন্নেছা, সাং-আমবাড়ীয়া নলিগ্রাম, সর্ব থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের চোলাই মদ-৩১৮৫ লিটার এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে


তারা দীর্ঘ দিন ধরে চোলাই মদ প্রস্তুত করতঃ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।