আরও দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

নিউজ ডেস্ক

 বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের পর দলটির আরও দুজন জেলা পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাড. মো. আব্দুল্লাহকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এদিকে, একইদিন নৌকার প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাহজাহান ওমরকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) সংসদীয় আসনে বিএনপি নেতা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।