নিউজ ডেস্ক
বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ৪৫তম ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমা শুরু হয়। উদ্বোধনী বয়ান পেশ করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি হজরত মাওলানা মুফতি রেজাউল করিম। ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লির আগমন ঘটেছে। ইজতেমা মাঠের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচাবাজারের ব্যবস্থা রয়েছে। ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্য বছরের মতো এবারও কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা, মালেয়শিয়ার মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমাস্থলে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরাও নিয়োজিত রয়েছেন। ইজতেমাস্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল টিম কাজ করছে।