সাতক্ষীরা খালপাড়ে পড়ে ছিল মৎস্য শিকারির মরদেহ

নিউজ ডেস্ক

সাতক্ষীরার দেবহাটায় মনিরুল ইসলাম (৫২) নামে এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ইছামতি নদীর শাখা ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা খালপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিক শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃত দেহ মর্গে পাঠায়। পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জাগো নিউজকে জানান, স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন নিয়মিত মাছ ধরতে আসেন। বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফেরেনি।
সকালে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে আমি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেই। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতোপূর্বে আর কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানতে পেরেছি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।