চাঁপাইনবাবগঞ্জে ককটেল কারিগর তরিকুল গ্রেফতার

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সিমান্তে ককটেল বানানো কারিগর তরিকুল (২৮) কে গোপন আস্তানা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সংগৃহীত ছবি

বুধবার (০৫ ডিসেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে। মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সিপিসি-১ র‌্যাব-৫ জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটালে নিজ গোয়েন্দা দল ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে মনাকষা বাজার থেকে তরিকুল কে গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তরিকুলের সরদার সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে ০৫টি তাঁজা ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ৫টি তাঁজা ককটেল ১১টি লোহার হাশুয়া, ২টি কুড়াল সৃদশ স্টিলের পাইপ, ৫টি চাকু, ১৭টি ককটেল তৈরীতে ব্যবহৃত জর্দ্দার খালি কৌটা, ২৫০ গ্রাম বেডের ভাংগা অংশ, ৪০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু মিশ্রিত কাচের টুকরা, ২টিলাল ও স্বচ্ছ টেপ সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানায় র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।