চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, বিষয়ে সাংবাদিকের সাথে মত বিনিময় সভা

মোঃ জমশেদ আলী

১২ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন সফল করতে সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মসজিদের ইমাম ও সাংবাদিকদের নিয়ে ব্যাপক প্রচারের উদ্যোগ বাস্তবায়ন করছে সিভিল সার্জন অফিস। এরই অংশ হিসেবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা.মোঃ আনজিম মাকসুদ।

তিনি জানান, জেলার ৫ উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬ শত ৩৮ জনকে নীল রঙের ভিটামিন এ প্লাস এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৪শ ৩৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ক্যাম্পেইনে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১ হাজার ২ শত ৪ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৪শ ৩৪জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪ শত ৩৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফল করতে ১২০৪ টি কেন্দ্র ২৪১২ জনস্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ভিটামিন এ’র গুণাগুণ বিশ্লেষণ করেন এবং ক্যাম্পেইন সফল করে ভবিষ্যৎ প্রজন্মকে রাতকানাসহ অন্যান্য রোগমুক্ত করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। স্বাগত বক্তব্য দেন ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল হোদা অলোক,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক,মোঃ জাফরুল্লাহ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজিদুল ইসলাম সাজু ,সাধারণ সম্পাদক কামাল সুকরানা,চাঁপাইই প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সহ জেলার সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।