অভিযানে ২০০ টাকার পেঁয়াজ হয়ে গেলো ১১০

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে ২০০ টাকার পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার বারইয়ারহাটে এ চিত্র দেখা যায়।

অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে মিঠাছড়া ও বারইয়ারহাট পৌর বাজারে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, মিঠাছড়া বাজারের সাহাব উদ্দিনকে দুই হাজার, ভাই ভাই স্টোরকে দুই হাজার এবং নিজাম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বারইয়ারহাট বাজারের ফারুক এন্টারপ্রাইজকে দুই হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মেসার্স মমতা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।