চাঁপাইনবাবগঞ্জে ১ম বিভাগ ফুটবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে ১ম বিভাগ ফুটবল লীগের সমাপনী অনুষ্ঠিত। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

জেলা ফুটবল লীগ এর সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. ছায়েদুল হাসান (পিপিএম সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

সংগৃহীত

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় ১ম বিভাগ ফুটবল লীগের সমাপনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টিটো স্মৃতি সংসদ বনাম রংধনু ফুটবল দল । খেলায় ৪-০ গোলের ব্যবধানে রংধনু ফুটবল দল কে পরাজিত করে টিটো স্মৃতি সংসদ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সেইসাথে চাম্পিয়ন দলকে ১৫ হাজার এবং রানারআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়েছে। সমাপনী খেলায় টিটো স্মৃতি সংসদ এর ৭ নং জার্সি ধারি ওমর হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছে। খেলায় সুশৃঙ্খল দল হিসাবে সোনালী অতীত ক্লাবকে পুরস্কৃত করা হয়।

খেলায় ধারাবিবরণী দেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার। গত ২৬ নভেম্বর-২০২৩ জেলার মোট ১০ টি দলের অংশগ্রহণে লীগের শুভ উদ্বোধন করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।