গাজীপুরে ট্রেন দুর্ঘটনা - রাত ১২টার দিকে শুরু হতে পারে ট্রেন চলাচল

নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরের বন খড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। রাত ১২টা নাগাদ রেললাইন মেরামত সম্পন্ন হতে পারে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি তিনশ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব স্থানে নতুন করে রেলের পাত বসানো হচ্ছে।

ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, আমরা আশা করছি রাত ১২টার মধ্যে পুরো রেললাইন মেরামত করে ট্রেন চলাচল চালু করতে পারবো।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।