মাঠে নেমে রেফারিকে ঘুসি ক্লাব সভাপতির, বন্ধ তুরস্কের লিগ

নিউজ ডেস্ক

বলা নেই কওয়া নেই, ক্লাব সভাপতি মাঠে ঢুকেই সজোরে ঘুসি মারলেন রেফারির মুখে। তার এহেন কাণ্ডের পর বন্ধ করে দেওয়া হয়েছে তুরস্কের ফুটবল লিগও। সোমবার তুরস্কের সুপার লিগে অ্যাঙ্কাগুচুর ম্যাচ ছিল কেকুর রিজেসপোরের।

সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে যায়। ৯৭ মিনিটের মাথায় গোল খায় অ্যাঙ্কারগুচু। তাতেই ক্ষেপে যান ক্লাবের সভাপতি ফারুক কোচা। তিনি মাঠে ঢুকে ঘুসি মারেন রেফারির মুখে। এই ঘটনার পর তুরস্কের ফুটবল লিগের সভাপতি মেহমেত বুয়ুকেক্সি বলেন, ‘লিগের সব ম্যাচ আপাতত স্থগিত। এই ঘটনা তুরস্কের ফুটবলের জন্য খুব লজ্জার।’ ফারুকের ঘুসির পর আরও অনেকে মিলে রেফারিকে মারেন।

মাটিতে পড়ে গিয়েছিলেন হালিল। তার পরেও তাকে লাথি-ঘুসি মারা হয়। ফুটবলার এবং ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় মাঠের মধ্যেই। হাসপাতালে নিয়ে যেতে হয় হালিলকে। তার হাড় ভেঙেছে বলেও জানা গিয়েছে।

চোট পেয়েছেন সভাপতি কোচাও। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে গ্রেফতার করা হবে তাকে। ওই ঘটনার সঙ্গে যুক্ত অনেককেই গ্রেফতার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেফারিকে মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।