মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্ট এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্ট এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন,জেলা ও দায়রা জজ মোহা.আদীব আলী,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক,পুলিশ সুপার মো.ছাইদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্ট এলাকায় অন্ধকারের মধ্যে ককটেলের বিস্ফোরণ ঘটে। আলামত সংগ্রহ করা হয়েছে। তবে টেনিস কোর্টটি আগে থেকেই বন্ধ রয়েছে।