‘ভুল করে’ তিন জিম্মিকে হত্যা করলো ইসরায়েল

নিউজ ডেস্ক

গাজায় অভিযান চালানোর সময় ভুল করে তিন ইসরায়েলি জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ওই তিনজনকে দূর থেকে হুমকি ভেবে গুলি চালায় ইসরায়েলি সেনারা।

এতে ঘটনাস্থলেই মারা যান তারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) এই ঘটনার কথা স্বীকার করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, এই ঘটনা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শুজাইয়া এলাকায় যুদ্ধের সময় সেনারা ভুল করে তিন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করেছিল।

ফলস্বরূপ, সেনারা তাদের দিকে গুলি চালায় এবং তারা নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটি অবিলম্বে পর্যালোচনা শুরু করে... এই ঘটনা থেকে তাৎক্ষণিক শিক্ষা নেওয়া হয়েছে, যা যুদ্ধক্ষেত্রের সব সেনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করছে সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ধারণা করা হচ্ছে, ওই তিনজন হয় তাদের অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছিল অথবা তাদের ফেলে যাওয়া হয়েছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এসময় অন্তত ১ হাজার ২০০ জন প্রাণ হারান এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধ নিতে গাজায় নির্বিচার আগ্রাসন চালিয়ে ১৮ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার বেশিরভাগই নারী ও শিশু।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।