চাঁপাইনবাবগঞ্জে এস.এস.সি ৯৯ ব্যাচের মিলন মেলা

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে এস.এস.সি (৯৯) ব্যাচের মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার ঘোড়াস্ট্যান্ডে সোনার বাংলা নার্সারিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুলের ৯৯ ব্যাচের ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহন করেন। দিনব্যাপী মিলন মেলায় স্কুল জীবনের বন্ধুদের এক সাথে পেয়ে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেন সকলে। ৯৯ব্যাচের বন্ধুদের উৎসব মুখর পরিবেশ তৈরী হয় পুরো এলাকায়। উৎসব মুখর পরিবেশে বন্ধুদের নিয়ে বড় পরিসরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৯ বন্ধুদের নিয়ে মিলন মেলার সিদ্ধান্ত হয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানান ৯৯ ব্যাচের মোঃ নাদিম হোসেন। নাদিম জানান আগামী ২০২৪ সালের ২৪ শে ফেব্রুয়ারী ম্যাংগো ইকো পার্কে ঐতিহাসিক মিলন মেলার সিদ্ধান্ত গ্রহণ করার কথা নিশ্চিত করেন। তিনি আরও জানান প্রোগ্রামে ফি নিদ্ধারণ করা হয়েছে সিঙ্গেল ৯৯৯ টাকা ,নিজ পরিবারে সদস্য ২ জন হলে ১৪৯৯ টাকা,৩ জন হলে ১৯৯৯ টাকা নিদ্ধারন করা হয়েছে বলে জানান। রেজিষ্টেশনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং  নিদ্ধারণ করা হয়েছে বলে জানান নাদিম হোসেন। প্রোগ্রাম বাস্তবায়নে প্রধান সম্মন্বয়ক এর দায়িত্ব পালন করবেন ৯৯ ব্যাচের বন্ধু মোস্তাফিজুর,শরিফ,মুনির, ।


এছাড়াও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে শান্ত,মাসুদ,খলিল,হারুন,শাহ নাজিম,জাহিদ,কালাম,নাদিম,শাহিন,সুরন্জিত,কাদির,আশরাফুল,সিরাজ,আজাদ,নাসিম ও জমশেদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৯৯ ব্যাচের বন্ধু মারুফ,হযরত,আলামিন,মেহেদী,ডেইজি,শামসুল,কুলসুম,শহিদুল প্রমুখ। বিডিনিউজ লাইভ ৯৯ ডটকম নামে অনলাইন নিউজ পোর্টাল টি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এর ঐহতহাসিক দিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার ঘোষনা দেন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক ৯৯ ব্যাচের মোঃ জমশেদ আলী। তিনি জানান বিডিনিউজ লাইভ ৯৯ ডটকম পোর্টাল টি ৯৯ ব্যাচের মুখপত্র হিসেবে দায়িত্বপালন করার কথা ব্যক্ত করেন এবং সকল ৯৯ ব্যাচের বন্ধুদের সহযোগিতা কামনা করেন তিনি। ৯৯ ব্যাচের বন্ধুরা সকলে বিডিনিউজ লাইভ ৯৯ ডটকম এর শুভকামনা করেন এবং সত্য প্রকাশে অবিচল থেকে সর্বদা নিউজ প্রকাশের আশা ব্যক্ত করেন সকলে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।