নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিনদিন পর তাহমিম নামের পাঁচ বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী থানার পুঁইছুড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুর থেকে তাহমিমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত তাহমিম ওই এলাকার মোহাম্মদ আলমের ছেলে।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় তাহমিম। নিহত তাহমিমের চাচা আবদুর রহিম বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় তাহমিম। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির পুকুরে জাল দিয়ে খোঁজা হয়। পরে বুধবার বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই পুকুরেই তাহমিমের মরদেহ ভেসে ওঠে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় তাহমিমের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গতরাতে (বুধবার) কেউ তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।