চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত এস.এস.সি ৯৯ ব্যাচের বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদরে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৯ ব্যাচের উদ্যোগে প্রয়াত এস এস সি ৯৯ ব্যাচের বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার সকালে কোরআন খতম ও দুপুরে জুম্মার নামাজ শেষে রাজরামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত বন্ধু দোয়েল,শাহাদাত,এজাবুল,মামুন ও ওসমান সহ এস.এস. সি ৯৯ ব্যাচের প্রয়াত সকল বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও বিদেশে অবস্থানরত সকল ৯৯ ব্যাচের বন্ধুদের ও তার পরিবারের সুখ,সমৃদ্ধ ও সুন্দর জীবন কামনায় দোয়া করা হয়।



দোয়া পরিচালনা করেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম। দোয়ায় অংশ গ্রহন করেন মাদ্রাসার ছাত্র, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এস. এস.সি ৯৯ ব্যাচের বন্ধুরা । প্রবাসী বন্ধু ফিরোজ,বাশার,সেলিম,ফারুক,সালাম,মুনসেফ ও স্থানীয় বন্ধু শহিদ,ডিউক,রানা,মুক্তার সার্বিক তত্তাবধানে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৯ ব্যাচের মাইনুল, মাজেদ,ইকবাল,সুমন,বাশার,মুনির,জুবায়ের,সেলিম,আজিম,জুবায়ের,শহিদুল ইসলাম,আজিজ,খালেক,সুমন সহ প্রয়াত বন্ধুদের পরিবারের সদস্যরা।দোয়া শেষে দুপুরের খাবার এর আয়োজন করা হয়



কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।