মোঃ সোহেল রানা
চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৩ মাদক কারবারি'কে ৩২৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে,
সদর উপজেলার আমনুরা টং পাড়ার আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (২৬), মুনসুরের ছেলে খায়রুল
ইসলাম (২২), অপরজন নামোকাঞ্চনতলা গ্রামের মৃত তৈমুর আলী'র ছেলে মাজেদুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামী সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাট শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের সামনে দিয়ে একটি মাদকের বড় চালান সীমান্তবর্তী এলাকা থেকে আসছে। এমন তথ্যে র্যাব অভিযান পরিচালনা করে মাদক বহনকালে ৩২৩ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানান।