নিউজ ডেস্ক
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগে ১২ঘণ্টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে তিন বাসে ও কুমিল্লায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি ও কুমিল্লায় ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করে। তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত মোট ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি ২৯টি।