বাঘায় ঝুলন্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘায় ঝুলন্ত অজ্ঞাত (৪০) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মজিবুর রহমানের আম বাগান থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, দুপুরে আম বাগানের এক গাছের সাথে লাশ ঝুলছিল।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছাই রংগের পাঞ্জাবী ও পরনে সাদা চেকের লুঙ্গি ছিল। গায়ের রং কালো। মাথায় কালো এলোমেলো চুল আছে। তবে সে কিছুদিন থেকে এলাকায় বিভিন্ন দোকানে চেয়ে চেয়ে খাচ্ছিল। তার মাথায় সমস্যা অনুভাব করছিল বলে স্থানীয়রা জানান। তবে কী কারণে আত্মহত্যা করেছে, কেউ কিছুই বলতে পারছেনা। এ বিষয়ে থানায় একটি ইউডি মালমলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।