র‌্যাব-৫, এর অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ আটক ২

মোঃ জমশেদ আলী

 রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে র‌্যাবের অভিযানে  ১০০ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-১ ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিদিরপুর ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত সইবুর রহমান এর ছেলে মোঃ ইউসুফ আলী (৩৫),আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক গ্রামের মোঃ শফিকুল ইসলাম ছেলে মোঃ মিজানুর রহমান (২২) ।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জনানান

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাতে পারে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে,২৭ ডিসেম্বর রাতে মাদকের একটি চালান সরবরাহ করা হবে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযান পরিচালনা করে রাত পনে ৮ টায় মাদক সরবাহের সময় মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।