শিবগঞ্জে নৌকার প্রার্থী ডাক্তার শিমুলের গণসংযোগ-পথসভা

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা মার্কা প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর, মির্জাপুর ও কর্ণখালীসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান তিনি। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, বাংলাদেশে নৌকা হলো উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, জনগণের আস্থার প্রতীক।

শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করেন বলেই দেশের এতো উন্নয়ন। তিনি আরো বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় তাকে প্রধানমন্ত্রী করতে হবে। এছাড়াও তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে সরকারের উন্নয়নগুলো তুলে ধরছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।