ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণিসম্পদ দপ্তরের মাঠকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৩৮) নিহত এবং সঙ্গী বোন জামাতা আবু তাহের (৫২) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর শর্মিলী পেট্রোল পাম্পের সামনের সড়কে।

নিহত মমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নবিউল ইসলামের ছেলে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডেইরী উন্নয়ন প্রকল্পের লাইভস্টোক সার্ভি প্রোভাইডার (এলএসপি) পদের মাঠকর্মী পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মমিনুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় তার বড় বোনের বাড়ী থেকে বোন জামাতা আবু তাহেরকে সঙ্গে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফুলবাড়ীতে ফেরার পথে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর শর্মিলী পেট্রোল পাম্পের সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সঙ্গীসহ মমিনুল ইসলাম মোটরসাইকেল নিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাক তাকে চাপা দিয়ে ফুলবাড়ীর দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।