নিউজ ডেস্ক
ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের ম্যাচে আরও একটি দুঃসংবাদ পেয়েছে ভারত৷ মন্থর ওভার রেটের কারণে তাদের করা হয়েছে জরিমানা, কেটে নেওয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই শাস্তির খবর। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট স্রফে তিন দিনে হেরে গেছে ভারত। ওই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল তারা। তাই নিয়ম অনুযায়ী দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি ক্রিস ব্রড। একই সঙ্গে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে মোট দুই পয়েন্ট কাটা হয়েছে তাদের।
অধিনায়ক রোহিত শার্মা নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এই শাস্তির আগে ১৬ পয়েন্ট পেয়ে ৪৪.৪৪ শতাংশ নিয়ে টেবিলের পাঁচ নম্বরে ছিল ভারত। দুই পয়েন্ট হারিয়ে এখন ১৪ পয়েন্টে ৩৮.৮৯ শতাংশে ছয় নম্বরে নেমে গেছে তারা। কেপ টাউনের ওয়ান্ডারার্স পার্কে দুই দলের নিউ ইয়ার টেস্ট শুরু হবে বুধবার।