নিউজ ডেস্ক
রাজধানীর ফকিরাপুল থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. মুনাক্কা খাতুন জানান, আমরা খবর পেয়ে ফকিরাপুল মালেকের গলি এলাকার রাস্তার উপর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এলাকার স্থানীয়দের মুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘরে প্রকৃতির ছিলেন, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।