নিউজ ডেস্ক
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার নওদাপাড়া এলাকায় (৩ জানুয়ারি) বুধবার সকাল আটটায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী। নিহতেরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিএনজি চালক মোকলেসুর রহমান (৫৫) ও একই উপজেলার সচিয়ানী পশ্চিম পাড়ার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা ও স্থানীয়রা জানান, রংপুরগামী পিকআপ ভ্যান সাথে বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশা সাথে নওদাপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ দুইজন নিহত হন এবং দুইজন আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি ও নিহতদের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।