ভোজের আয়োজন করায় শিবগঞ্জে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী নজরুল

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৈশভোজের আয়োজন করায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সৈয়দ নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা মহল্লায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের নেতা-কর্মীদের এ জরিমানা করা হয়। শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেওয়া যাবে না।

কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালাকে উপেক্ষা করে নৈশভোজের আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা। এটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তাই তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সে সঙ্গে আচরণ বিধি মেনে সব প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।