শিবগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) আবারও নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে উক্ত নির্বাচনী অফিসের মালামাল পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক তৌহিদুল আলম টিয়া।শুক্রবার ভোর রাতে কোন একসময় উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরের ওই নির্বাচনী অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা।

তৌহিদুল আলম টিয়া জানান, দূর্বৃত্তদের দেয়া আগুনে শিকারপুরের নির্বাচনী অফিসের ব্যানার, পোস্টার, টেবিল ক্লথ ও অফিসের সামিয়ানা পুড়ে গেছে।তিনি আরও বলেন, এ ঘটনায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলাবাহিনীকে জানানো হয়েছে।

এদিকে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তিনি জানান, নির্বাচনী অফিসটি পুড়িয়ে ফেলার আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার আরও ৪ টি নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।