কোনোকিছুই পুষ্পাকে আটকাতে পারবে না: রাশমিকা

নিউজ ডেস্ক

শুরু থেকেই নানা জল্পনা-কল্পনার ভেতর দিয়ে মুক্তির দিন গুণছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি। ক্যারিয়ারে ছবির সাফল্যে তার এখন বৃহস্পতির সংযোগ। তবে এর সাথে নানান গুঞ্জন বিতর্ক তো থাকবেই।এদিকে এরইমধ্যে পুষ্পা সিনেমাটির একাধিক ফাঁস হওয়া দৃশ্য এবং লুক কৌতূহল বাড়িয়েছে দর্শকদের।

তাদের কথা মাথায় রেখে আগামী ১৫ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগহে মুক্তির ঘোষণাও দিয়েছেন নির্মাতা। তবে এর আগেই নতুন গুঞ্জনে মন খারাপ আল্লু-রাশমিকা ভক্তদের। শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ে মুক্তি পাবে না ‘পুষ্পা :দ্য রুল’। কারণ হিসেবে তারা দাবি করেছে, একই সময়ে মুক্তি পাবে অজয় দেবগণের আলোচিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। এতে ব্যবসায়িক শঙ্কায় পড়তে পারে সিনেমাটি। তাই সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করবেন ‘পুষ্পা’ সংশ্লিষ্টরা। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

এমনকি একই সময়ে একাধিক সিনেমা মুক্তি পেলেও পুষ্পার সাফল্য নিয়ে শঙ্কিত নন তিনি। রাশমিকা বলেন, ‘এখন অবধি নির্ধারিত সময়েই ‘‘পুষ্পা: দ্য রুল’’ প্রেক্ষাগৃহে আসবে বলেই জানি। তাছাড়া ‘সিংহাম অ্যাগেইন’ আদৌ সেই সময় মুক্তি পাবে কি-না আমরা জানি না। বিষয়টি আমার কাছে গুজব ছাড়া কিছু নয়। তবে যদি একই সময় দুটি সিনেমা পর্দায় আসে তাতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে হয় না। কারণ কোনোকিছুই পুষ্পাকে আটকাতে পারবে না। এরইমধ্যে যার আভাস দর্শকরা দিয়েছেন। তাদের আগ্রহই বলে দিচ্ছে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটিও রেকর্ড গড়তে যাচ্ছে।’

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।