আমরা এখনও টিকে আছি: বার্সা কোচ

নিউজ ডেস্ক

লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে সাম্প্রতিক সময়ে ভীষণ অধারাবাহিক বার্সেলোনা। সেপ্টেম্বরের পর থেকে কখনও টানা তিন ম্যাচ জিততে পারেনি কাতালান দলটি। তাতে পয়েন্ট টেবিলে তারা পিছিয়ে পড়েছে অনেকটা। তাদের শিরোপা জয়ের আশাও আর দেখছে না অনেকে। তবে লাস পালমাসকে হারিয়ে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমানোর পর কোচ শাভি এর্নান্দেস বললেন, লিগ জয়ের বিশ্বাস এখনও আছে তাদের। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার পালমাসের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে বার্সেলোনা।

মৌসুমের অর্ধেক পথচলা শেষে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে শিরোপাধারীরা। শীর্ষস্থানের চেয়ে এখনও ৭ পয়েন্টে পিছিয়ে তারা। সমান ৪৮ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে ও রেয়াল মাদ্রিদ শীর্ষে আছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিগ শিরোপা জয়ের প্রশ্নে শাভি বলেন, “অবশ্যই (আমরা জিততে পারি)। বর্তমান চ্যাম্পিয়নদের সম্মান করা উচিত। আমরা এখনও টিকে আছি।” পালমাসের বিপক্ষে প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। একাদশ মিনিটে ডিফেন্ডার জোয়াও কানসেলো চোট নিয়ে মাঠ ছাড়ার পরপরই গোল খেয়ে বসে তারা।

৫৫তম মিনিটে ফেররান তরেসের গোলে সমতায় ফেরে দলটি। তবে তাদের সামনে চোখ রাঙাচ্ছিল পয়েন্ট হারানোর শঙ্কা। যোগ করা সময়ে ইলকাই গিনদোয়ানের সফল স্পট কিকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। প্রথমার্ধে ভালো খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট শাভি। “যে আগ্রাসন, গতি আর মনোভাব নিয়ে আমরা খেলেছি, আমি খুবই খুশি। প্রথমার্ধে কঠিন ছিল, আমরা যথেষ্ট ক্ষুরধার ছিলাম না, বিশেষ করে শেষ পাসটা দেওয়ার ক্ষেত্রে। তবে দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভালো খেলেছি। আমরা দারুণভাবে প্রেস করেছি, বল দখলে নিয়েছি এবং ঠিকভাবে আক্রমণে উঠেছি।” শেষ সময়ের পেনাল্টি ও লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পালমাস অধিনায়ক কিরিয়ান রদ্রিগেস। জোয়াও ফেলিক্সের শট ফিস্ট করে ফেরান স্বাগতিক গোলরক্ষক। বাতাসে ভেসে থাকা বলে হেড করতে গিয়েছিলেন গিনদোয়ান, তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সিঙ্কগ্রাভেন। ওই লাল কার্ড ও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে রদ্রিগেস বলেন, “আশা করি সব অডিও বেরিয়ে আসবে।

এটা স্বাভাবিক ছিল না।” শাভির মত অবশ্য ভিন্ন। ওটা পরিষ্কার পেনাল্টি ছিল বলেই মনে করেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। “ম্যাচে সবসময় উদ্বেগ আর স্নায়ুচাপ থাকেই। সবাই জিততে চায়। যদি আমাকে পেনাল্টি নিয়ে জিজ্ঞেস করেন, তাহলে এটা আমার কাছে পরিষ্কার পেনাল্টি ছিল। আমরা শেষ মুহূর্তের পেনাল্টিতে জিতেছি। আমি কিরিয়ানের ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু এখানে ধাক্কা দেওয়া হয়েছিল এবং এটা পেনাল্টি ছিল।”

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।