চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে নির্বাচন সামগ্রী প্রেরণ

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।

ইতোমধ্যে সদর উপজেলা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ শনিবার দুপুর ১২টা থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেছে।

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ৫১২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহনের কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জামাদীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়ে স্ব-স্ব ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন।

এদিকে গতকাল শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনে ১৭২টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা সদর উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন।

দুপুর ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে নির্বাচনের সরঞ্জামাদী তুলে দেন। সরঞ্জামাদীসহ পুলিশ ও আনসারবাহিনীর সদস্যদের নিয়ে বিভিন্ন যানবাহনে করে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে যান ভোটগ্রহণ কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক খাঁন। সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন সাংবাদিকদের জানান, দুর্গম এলাকা হিসেবে নারায়নপুর ও আলাতুলি ইউনিয়নে সর্বপ্রথম নির্বাচনী সরঞ্জামাদী বিতরণ করা হয়।তিনি জানান, চরাঞ্চলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্র এবং তার আশপাশের নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আনসারবাহিনী ইতোমধ্যে কেন্দ্রে দায়িত্ব নিয়েছে।

অতিরিক্ত নিরাপত্তা হিসেবে সেনাবাহিনী, র‌্যাব এবং বিজিবি এলাকায় টহল দিচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।