সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

আব্দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিশেষ নিরাপত্তার জনিত কারণে শনিবার ও রবিবার দুইদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ। এর ফলে এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।

তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণায় শনিবার ও রবিবার সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোমবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।