তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জিয়াউর রহমানকে মুক্ত মহাদলের ফুলেল শুভেচ্ছা

সারওয়ার জাহান

  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রহনপুর মুক্তমহাদল এর পক্ষ থেকে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্যে স্বাক্ষাত করে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রহনপুর মুক্তমহাদল এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

  সোমবার  রাতে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয় বেগম কাচারীতে দেখা করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রহনপুরে ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদল। এসময় উপস্থিত ছিলেন মুক্তমহাদলের সভাপতি ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক শারফুদ্দিন আহমহ, সহ-সভাপতি ও প্রভাষক বাংলা বিভাগ , গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের আব্দুর রাকিব, সহ-সভাপতি ও খরকাডাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক, নুরুজ্জামান বাবু, মুক্ত মহাদল গণককেন্দ্র পাঠাগারের সম্পাদক ও ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি লাইব্রেরিয়ান তোহুর আহমেদ, সদস্য তালাত মাহমুদ, হাবিবের নবী হাবিব, দিপু।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।