নিউজ ডেস্ক
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে বিরোধী দল হতে হলে কার্যবিধি অনুযায়ী ২৫ আসন থাকতে হলেও জাতীয় পার্টির তা নেই। সেক্ষেত্রে স্বতন্ত্রদের দলে অন্তর্ভুক্তির বিষয়টি ভাবছে তার দল। এসময় চুন্নু আরও বলেন, বিরোধী দলে থেকেই সরকারের বিরোধিতা করতে হবে এমন নয়, যে কোনো সংসদ সদস্য নিজেই সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দূরদর্শিতার অভাবেই দলের ভরাডুবি হয়েছে। এমনটি জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগ দাবি করে নতুন নেতৃত্ব চাচ্ছেন নির্বাচনে পরাজিত দলের নেতাকর্মীরা। এ দাবিতে বুধবার সকাল থেকে দলটির বনানী কার্যালয়ের সামনে একত্রিত হতে থাকেন নেতাকর্মীরা।
এসময় দলের নেতাকর্মীরা বলেন, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং গঠনতান্ত্রিকভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব নিয়োগ করে সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করতে হবে।