রাজনীতি টি-টোয়েন্টি নয়, খেলতে হবে টেস্টের মতো : সাকিব আল হাসান

নিউজ ডেস্ক

রাজনীতি ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টির মতো নয়, এটা টেস্ট ম্যাচের মতো খেলতে হবে বলে মন্তব্য করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সংসদে শপথ গ্রহণ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব বলেন সাকিব। এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিতরা দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন এবং স্বাক্ষর করেন।

গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ ২২২টি, স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্যরা ৩টি আসনে জয়লাভ করে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।