শিবগঞ্জে অস্ত্রসহ আটক ১

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগ শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে  আগ্নেয়াস্ত্রসহ মোঃ এনামুল হক (৫৬) নামে একজনকে আটক করেছে।

বুধবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া এলাকায় র‌্যাব সদস্যরা এ অভিযান চালায়।

এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে।

আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তরচাকপাড়া গ্রামের মৃত কয়েস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আটককৃত ব্যক্তি এনামুলের সীমান্তের অতি নিকটে তার বসতবাড়ী হওয়ার সুযোগে সে অবৈধ অস্ত্র চোরাচালান ও ব্যবসার সাথে জড়িত হয়। সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র সংগ্রহ করে সরবরাহের জন্য নিজ বাড়ীতে সংরক্ষন করে রাখছে।

এ তথ্য পাওয়ার পরপরপই র‌্যাবের একটি দল এবং গোয়েন্দা দল উক্ত এলাকায় গমন করে এবং আটককৃত ব্যক্তির উপর নজরদারি বাড়াতে থাকে। এরই এক পর্যায়ে রাত প্রায় সোয়া ১২টার দিকে আটককৃত ব্যক্তির বাড়ীতে অভিযান চালিয়ে তার বসত বাড়ীর ষ্টোর রুমে ধানের কুড়ার ড্রামের মধ্য থেকে উক্ত অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, সে পেশায় একজন অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে ছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।