নিউজ ডেস্ক
নেপাল ক্রিকেটের একসময়ের পোস্টার বয় সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানেকে আট বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ায় কাঠমান্ডুর একটি আদালত বুধবার এই শাস্তি দিয়েছেন। একই সঙ্গে তাকে তিন লাখ নেপালি রুপি জরিমানা এবং ধর্ষণের শিকার তরুণীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২৩ বছর বয়সি লেগ-স্পিনার লামিচানের বিরুদ্ধে ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে ধর্ষণের অভিযোগ আনেন ওই তরুণী। জামিনে মুক্ত নেপালের এই তারকা ক্রিকেটার জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেন। ডিসেম্বরে তিনি দোষী সাব্যস্ত হন। রায় ঘোষণা করা হয় কাল। কাঠমান্ডু জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আদালত লামিচানেকে আট বছরের জন্য কারাদণ্ড দিয়েছেন। জামিনে মুক্ত লামিচানে আদালতে উপস্থিত ছিলেন না।’