মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগেঞ্জে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক গোলাম কিবরিয়া লিখিত বক্তব্যে বলেন ৫৯ বিজিবি মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত ১০ জানুয়ারী ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্ব শাহাদাত নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির অধিনায়ক জানান প্রাথমিক জিজ্ঞাবাদে শাহাদাত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শাহাদাতের স্বীকারোক্তীমুলক জবানবন্দী সাংবাদিক সম্মেলনে প্রর্দশন করেন সিইও।
শুক্রবার সকালে শাহাদাত নামের সেই মাদক ব্যবসায়ীর পক্ষে তাঁর পরিবার ৫৯ বিজিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। এ মিথ্যা অভিযাগের বিরুদ্ধে শুক্রবার বিকেল ৫ টায় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ানের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৫৯ বিজিবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন,শাহাদাত একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ সোনামসজিদ,আজমতপুর এবং চকপাড়া সীমান্ত এলাকায় মাদক ক্রয়- বিক্রয় করে আসছে। শাহাদাত এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়াও বিজিবি – বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশ চোরাকারবারীদের তালিকায় ও মাদক ব্যবসায়ী শাহাদাতের নাম রয়েছে।
সংবাদ সম্মেলনে সিইও বলেন কথিত সাংবাদিক রুবেল আসামীর পরিবারকে ডেকে নিয়ে এসে শুক্রবার দুপুরে ৫৯ বিজিবির বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন।
যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন,ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংবাদ সম্মেলন করেন আসামীর পরিবার। সিইও আরও জানান গত এক বছরে ১০৩ জন আসামীকে বিভিন্ন প্রকার মাদক,অস্ত্র এবং চোরাচালানী মালামালসহ আটক করা হয়েছে।