পার্ক করা গাড়ি খুঁজতে সাহায্য করবে গুগলের এই ফিচার

নিউজ ডেস্ক

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবার ব্যবহারকারীদের জন্য খুবই চমৎকার একটি ফিচার নিয়ে এলো গুগল। অনেকেই আছেন গাড়ি পার্ক করে ভুলে যান সেটি আসলে কোথায় পার্ক করেছেন। পড়তে হয় বিরাট ঝামেলায়। তবে এবার আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে গুগল। গাড়ি থাকলেই যে খুব আরামে যে কোনো জায়গায় যাওয়া যায়, এমন নয়। রাস্তাঘাটে গাড়ি পার্ক করিয়ে রাখা খুবই ঝামেলার কাজ। আবার পার্কিং লটে গিয়ে নিজের গাড়ি খুঁজে বের করাও বিস্তর সমস্যার। অনেক সময়ই দেখা যায় ফোব বোতাম টিপেও নিজের গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় আরোহী বা চালক যে কী পরিমাণ হতাশা অনুভব করেন তা বোঝাই যায়। এই পরিস্থিতি থেকে সহজেই উদ্ধার করতে পারে গুগল ম্যাপ। এই অ্যাপে নানা রকমের অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে, যার সঠিক ব্যবহার জানেন না অনেকেই। গুগল ম্যাপ যারা ব্যবহার করেন, তারা সরাসরি গুগল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে দেখতে পারেন কোথায় রয়েছে তাদের গাড়ি। অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো ডিভাইসেই এই সুবিধা পাওয়া যেতে পারে।

জেনে নিন কীভাবে গুগল ম্যাপে আপনার পার্ক করা গাড়ি খুঁজে পাবেন-

>> প্রথমে নিজের পার্কিং স্পটের কাছে যান। সেখানেই খুলতে হবে নিজের অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে গুগল ম্যাপ।

>> এরপর নীল রঙের লোকেশন ডট আইকনে ট্যাপ করুন।

>> এরপর স্ক্রিনে দেখানো সেভ পার্কিং বোতামে ট্যাপ করুন। পেয়ে যাবেন গাড়ির লোকেশন।

এছাড়া অন্য একটি উপায়ও বের করতে পারেন। সেক্ষেত্রে তাকে মোর ইনফোতে ট্যাপ করে পার্কিং নোট তৈরি করতে হবে। এজন্য-

>> প্রথমে গুগল ম্যাপটি খুলে নিতে হবে নিজের অ্যান্ড্রয়েড বা আইওএসে।

>> এবার ম্যাপের মধ্যে একটি ধূসর আইকন খুঁজতে হবে, ইউ পার্কড হেয়ার।

>> ইউ পার্কড হেয়ারে ট্যাপ করলেই সে নেভিগেট করে ওই স্থান অবধি হেঁটে পৌঁছাতে সাহায্য করবে। তবে এক্ষেত্রে সমস্যা হতে পারে যদি এমন কোনো জায়গায় গাড়ি পার্ক করা হয়ে থাকে যেখানে বহুতল রয়েছে। একবার গাড়ি পেয়ে গেলে ব্যবহারকারী ক্লিয়ার করে দিতে পারেন। যাতে পরের বার নতুন করে শুরু করা যায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।