নির্বাচনে বাধা ছিল বলেই মানুষের বেশি উৎসাহ ছিল: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশ-বিদেশের সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নিজ এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনে দেশি-বিদেশি বাধা ছিল বলেই, মানুষের বেশি মাত্রায় উৎসাহ ছিল। আজ শনিবার (১৩ জানুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, হুকুমের দাস কাউকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়ে দেশকে নিয়ে খেলতে চেয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। চক্রান্ত ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র আছে। এছাড়া মুসলিম দেশের একজন নারী প্রধানমন্ত্রী হিসেবেও ষড়যন্ত্রের মধ্যে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 'তড়িঘড়ি করে সরকার গঠন করা হয়েছে' পশ্চিমা গণমাধ্যমের এমন নিবন্ধের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সবকিছু যখন প্রস্তুত তখন বিলম্ব করতে হবে কেন?

বিস্তারিত আসছে...

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।