সীতাকুণ্ডে ঘন কুয়াশায় দুটি ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার কুমিরা বাইপাসের ঘাটঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ট্রাকচালকের নাম মোহাম্মদ শাহিন মোল্লা (৩২)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, রাত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। সামান্য দূরে থাকা গাড়িও স্পষ্ট দেখা যাচ্ছিল না। শাহিন মোল্লা প্লাস্টিকের পণ্যবাহী একটি ট্রাক চালাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে শাহিনের ট্রাকের সামনে থেমে যায়। এতে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাহিন। পরে স্থানীয় মানুষেরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার কারণে সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকটি দেখতে পাননি শাহীন। তাই ব্রেক কষেও নিয়ন্ত্রণ আনতে পারেননি তাঁর গাড়ি। এতেই দুর্ঘটনা ঘটে শাহিনের মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় অতিরিক্ত সতর্কতায় গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান ওসি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।