নিউজ ডেস্ক
সাকিব আল হাসানকে এমন অবস্থায় এর আগে কখনও দেখা যায়নি। দল রংপুর রাইডার্সের হয়ে আজ (রোববার) অনুশীলন করেছেন নেটে। সেখানে তাকে দেখা গেছে চশমা পরে ব্যাটিং করতে। কারণটা কী? জানা গেছে, সাকিব আল হাসানের পুরোনো চোখের সমস্যাটা আবার ফিরে এসেছে। বিশ্বকাপের সময় সবগুলো ম্যাচই চোখের সমস্যা নিয়ে খেলেছেন, যার ফলে বল ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না-কদিন আগে নিজেই জানিয়েছেন সাকিব। চোখের রেটিনার সেই সমস্যা আবার দেখা দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। বিশ্বকাপের সময় দুই দফা ভারতের চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসক দেখিয়েছেন। আবার সেই সমস্যা দেখা দেওয়ায় এবার লন্ডন যাচ্ছেন সাকিব। আজই তার লন্ডনের বিমান ধরার কথা। তবে বিপিএল শুরুর আগে দেশে ফিরবেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।