কামাল সুকরানা
সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান শীতার্তদের দিকে মহানুভবতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫’শ কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আরএসডিএফ’র অফিস চত্বরে সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার মাসুদ রানা, ব্রাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, উদ্দীপনের এরিয়া ম্যানেজার মোঃ ইসাহাক আলী, সেবা ফাউন্ডেশনের উপ প্রকল্প পরিচালক নুরুজ্জামান প্রমুখ।